ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কেন ধ্বংসের মুখে ইলিশের প্রজনন

অমরেশ দত্ত জয় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১১ মে ২০২১   আপডেট: ২০:০১, ১১ মে ২০২১

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর। চাঁদপুরের হাইমচরের চরভৈরবী থেকে মতলব উত্তরের ষাটনল পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের ডিম ছাড়ার আদর্শ স্থান। এখানে ডিম ছাড়ার পর নির্বিঘ্নে সেসব ডিম থেকে জাটকা উৎপাদন হবে। তারপর তা থেকে হবে ইলিশ।

কিন্তু এই ৭০ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনের জন্য বসানো হয়েছে কয়েকশ’ ড্রেজিং মেশিন। এসবের বেশিরভাগই অবৈধ্য। আর এই ড্রেজিং মেশিনের কারণে নষ্ট হচ্ছে ইলিশের ডিম। তাই মিলছে না কাঙ্খিত ইলিশ। এ কারণে ধ্বংসের মুখে পড়েছে জাতীয় সম্পদ ইলিশ উৎপাদন। 

অথচ জাটকা রক্ষাসহ ইলিশ ধরার ব্যাপারে সরকার বারবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলেদের বিরুদ্ধে। 

প্রশাসনের এই অভিযান পুরোপুরি ভেস্তে দিচ্ছে বালু উত্তোলনের মহোৎসব। মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট, বহরিয়া বাজার, হরিনাঘাট, পুরান বাজারের জেলেরা ঘণ্টার পর ঘণ্টা নদীতে নৌকা নিয়ে ঘুরেও ইলিশ ছাড়াই ফিরে আসছেন। জেলেরাও বলছেন ইলিশ রক্ষায় বালু উত্তোলন বন্ধ রাখতে হবে।

বালু উত্তোলনে ড্রেজার মেশিন বৈধ্য বা অবৈধ্য যাই হোক না কেনো- তা বন্ধ রাখা দরকার। তা না হলে অচিরেই ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর ইলিশ শূন্য রাজধানীতে পরিণত হবে।

চাঁদপুর/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়