ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ‘জিজ্ঞাসাবাদ’: পিবিআইয়ের হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১১ মে ২০২১   আপডেট: ০০:৫৮, ১২ মে ২০২১
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ‘জিজ্ঞাসাবাদ’: পিবিআইয়ের হেফাজতে

পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তার স্ত্রী মাহমুদা খানম মিতু (ফাইল ফটো)

চট্টগ্রামের আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে ডেকে নিয়েছেপুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

মঙ্গলবার (১১ মে) দিনভর তাকে পিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, বাবুল আক্তারকে মামলা তদন্তে জিজ্ঞাসাবাদের  প্রয়োজনে ডেকে পাঠানো হয়। তিনি নিজেই ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন। তিনি এখন পিবিআই এর হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আগামীকাল বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুনআলোচিত মিতু হত্যার আদ্যোপান্ত 

এর আগে পিবিআই প্রধান, পুলিশের উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার জানান, মামলার বাদী হিসেবে বাবুল আক্তারকে চট্টগ্রামে ডাকা হয়েছে। মামলার তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলছেন। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বা তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাওয়া, যে কোনো কিছুই বলা যেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি মোড়ে প্রকাশ্যে খুন হন আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। হত্যা মামলার বাদি ছিলেন পুলিশ সুপার বাবুল আক্তার। 

হত্যাকাণ্ডের পর এক পর্যায়ে তিনি চাকরি থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

 

আরও পড়ুন > যেভাবে খুন হলেন বাবুল আক্তারের স্ত্রী
                 যেভাবে বিয়ে হয়েছিল মিতু ও বাবুলের
                 মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে
                 ‘বাবুলের পরকীয়ার কারণে মিতু ও আকরামকে হত্যা’
                 পুলিশ সদর দপ্তরে বাবুল আক্তার
                অধিকাংশে প্রশ্নে নীরব থাকেন বাবুল আক্তার

রেজাউল করিম/মাকসুদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়