ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবুলকে গ্রেপ্তার দেখাতে আইনি প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১২ মে ২০২১   আপডেট: ১৩:০৫, ১২ মে ২০২১
বাবুলকে গ্রেপ্তার দেখাতে আইনি প্রক্রিয়া শুরু

চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখাতে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বুধবার (১২ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার এ তথ‌্য জানান।

আরো পড়ুন:

পিবিআই জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা নিশ্চিত করে পিবিআইর কাছে জবানবন্দি দিয়েছেন দুই সাক্ষী। তারা হলেন, কাজী আল মামুন এবং বাবুল আক্তারের বন্ধু সাইফুল হক।

পিবিআই আরও জানায়, মিতু হত্যায় দায়েরকৃত মামলায় বাবুল আক্তার নিজে বাদি হওয়ায় ওই মামলায় তাকে গ্রেপ্তারের সুযোগ না থাকায় নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আদালতে নেওয়া হবে। অপরদিকে বাদি হিসেবে বাবুল আক্তারের দায়েরকৃত মামলাটি ফাইনাল রিপোর্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়