ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৭ মে ২০২১   আপডেট: ১৩:১২, ২৭ মে ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হয়।

রেলস্টেশন স্টেশন সূত্রে জানা যায়, এ ট্রেনটি দুপুর ২টায় রহনপুর থেকে আম বোঝায় করে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ছেড়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় আমবোঝায় ট্রেনটি ঢাকার পথে ট্রেন ছেড়ে যাবে। প্রতিদিন ২১৫ মেট্রিক ট্রন আম নিয়ে ঢাকায় যাবে ট্রেনটি। রহনপুর থেকে ঢাকা আম পৌঁছাতে প্রতি কেজি আমের বহনমূল্য লাগবে মাত্র ১ টাকা ৩০ পয়সা।

রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ জানান, এ ট্রেনের মাধ্যমে আম আম পাঠালে খরচ খুবই কম হবে। বাসে প্রতি মণে খরচ লাগে ১৪০০ টাকা। কুরিয়ার সার্ভিসে খরচ পড়ে ২০০০ টাকা। আর ম‌্যাংগ্যো ট্রেনে খরচ পড়বে মাত্র ১১৮০ টাকা।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনার শনাক্তের হার ঊর্ধ্বগতি। এ ট্রেনের মাধ্যমে আম চাষিরা খুব কম খরচে ও স্বাস্থ‌্যবিধি মেনে ঢাকায় আম পাঠাতে পারবেন।

ট্রেন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন— রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ,জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আ. রকিব,সিভিল সার্জন ডা. নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের সাংসদ ড. সামিল উদ্দিন শিমুল, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসিসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা।

শিয়াম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়