ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২৬ জুন ২০২১   আপডেট: ১৪:১২, ২৬ জুন ২০২১
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ জুন) সকালে দীঘিনালার বড়াদম নোয়াপাড়া গ্রামের বাড়ির কাছ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে অজ্ঞাত কয়েকজন অমর জীবন চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারা রাত বাড়ি না ফেরায় ভোর থেকে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়। অমর জীবন চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের রাজনীতি থেকে কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসে স্থানীয় হাটবাজারে সবজি বিক্রি করতেন।

দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নুরুচ্ছাফা মানিক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়