ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৭ জুন ২০২১   আপডেট: ১২:২৩, ২৭ জুন ২০২১
বগুড়ায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এছাড়া, জেলায় নতুন করে ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন।

আরো পড়ুন:

রোববার (২৭ জুন) বেলা ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন— বগুড়ার সদরের রহিমা বেওয়া (৭৭), আদমদীঘি উপজেলার আলতাফুনেচ্ছা (৬২), জয়পুরহাট জেলার কামরুন নাহার (৪০) এবং সিরাজগঞ্জ জেলার মাজেদ আলী(৭২)।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৪ ঘণ্টায় ৩২২ নমুনার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৮ নমুনায় ৯ জন, এন্টিজেন পরীক্ষায় ৬৬ নমুনায় ১০ জন এবং টিএমএসএস মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৬ নমুনায় ৮ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৬ শতাংশ।

নতুন আক্রান্ত ১০১ জনের মধ্যে সদরের ৭৬ জন, শিবগঞ্জে ৬ জন, শাজাহানপুরে ৬ জন, ধুনটে ৫ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, সারিয়াকান্দি, সোনাতলা, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৪৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৪১জন। মোট মৃত্যু ৩৭৫ জন এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬১৭ জন।

এনাম/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়