ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোগান্তি নেই পাটুরিয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৮ জুলাই ২০২১   আপডেট: ১৩:৪৮, ১৮ জুলাই ২০২১
ভোগান্তি নেই পাটুরিয়ায়

পাটুরিয়া ঘাট

ঈদ এলেই ঘরমুখো মানুষ আর যানবাহনের ব্যস্ততা বাড়ে পাটুরিয়া ঘাট এলাকায়। বিগত বছরগুলোতে ফেরি পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে যানবাহন ও সাধারণ যাত্রীদের। তবে এবার ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের কোনো বাড়তি চাপ নেই।

গণপরিবহনের যাত্রীরা পাটুরিয়ায় নেমে সহজেই লঞ্চ ও ফেরিতে উঠে নৌরুট পাড়ি দিচ্ছেন। দূরপাল্লার বাসগুলো আধা ঘণ্টার অপেক্ষায় সিরিয়ালে থেকে সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ৫ নম্বর ঘাট এলাকায় ছোট গাড়ি প্রাইভেটকার,হায়েসের নেই কোনো বাড়তি চাপ। অগ্রাধিকার ভিত্তিতে এসব যানবাহনের পাশাপাশি পার করা হচ্ছে সাধারণ পণ‌্যবাহী ট্রাক। ফলে কোনো ধরনের বাড়তি চাপ ছাড়া পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।

রোববার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কুষ্টিয়াগামী নাফিস মাহমুদ বলেন, ‘বিগত বছরগুলোতে ঈদের সময় অনেক কষ্ট আর ভোগান্তি নিয়ে বাড়িতে যেতাম। তবে এবারের চিত্র পুরোই উল্টো। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পেরেছি।’

বিলকিস আক্তার বলেন, ‘গাজীপুর থেকে রওনা দিয়ে পাটুরিয়া ঘাটে এসেছি। পরিবারের সঙ্গে ঈদ করতে গোপালগঞ্জ যাচ্ছি। ঘাট এলাকায় কোনো চাপ না থাকায় সহজে ফেরি পেয়েছি।’

প্রাইভেটকারের চালক মিনহাজ উদ্দিন বলেন, ‘প্রতি বছর ঈদের আগে বাড়তি টাকার আশায় দক্ষিণাঞ্চলে ট্রিপ দেই। বিগত ঈদগুলোতে কয়েক কিলোমিটার সিরিয়ালে থেকে ঘাট পাড়ি দিতে হয়েছে। তবে এবার তেমন গাড়ির চাপ না থাকায় সিরিয়াল নেই।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রীদের পারাপার করা হচ্ছে। পর্যাপ্ত ফেরি থাকায় ঘাট এলাকায় চাপ নেই।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, পাটুরিয়া ঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। জেলা পুলিশের চারশো পুলিশ সদস্য ঘাট এলাকায় কাজ করছেন বলেও জানান তিনি।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ