ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন ঘুরতে গিয়ে তরুণী গণধর্ষণের শিকার 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২২ জুলাই ২০২১  
ঈদের দিন ঘুরতে গিয়ে তরুণী গণধর্ষণের শিকার 

গোপালগঞ্জে ঈদের দিন ঘুরতে গিয়ে এক তরুণী ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর রেল স্টেশনের কাছে তাকে ধর্ষণ করা হয়।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত শরিফুলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুইজন পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত শরিফুল সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শওকত মুসল্লির ছেলে।

নির্যাতনের শিকার ওই তরুণীর বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায়। 

ধর্ষণের শিকার ২১ বছর বয়সী ওই তরুণীর বরাত দিয়ে ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গোপীনাথপুর গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী। ঈদের দিন বিকেলে ১১ বছর ও ৭ বছর বয়সী দুই ভাগ্নেকে নিয়ে রেললাইনে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে তিনজন যুবক ওই তরুণীকে ভাগ্নেদের সামনে থেকে জোর করে রেললাইনের নিচে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। 

এ ঘটনায় রাতে ওই নারী সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালায়। গভীর রাতে শরিফুলকে পুলিশ গ্রেপ্তার করে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মনিরুল ইসলাম। 

বাদল/বকুল  

সর্বশেষ

পাঠকপ্রিয়