ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাতিলের পানিতে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ২৭ জুলাই ২০২১  
পাতিলের পানিতে পড়ে শিশুর মৃত্যু

বৃষ্টির পানি পাতিলে জমা করে রাখা হয়েছিল। রান্না করার জন্য একটি বড় পাতিলে জমা করে রাখা হয়েছিল পানি। পাতিলটি ঘরের বারান্দার সামনের সিঁড়িতে রাখা ছিল। বারান্দায় এক বছর দুই মাস বয়সের শিশু সাদিয়া খেলা করছিল। পাশেই শিশুটির মা কাজ করছিলেন।

হঠাৎ করে কখন সাদিয়া পাতিলের ভেতরে পড়ে গেছে ব্যস্ত মা তা খেয়াল করেননি। যতক্ষণে টের পেয়েছেন, ততক্ষণে পাতিলে রাখা বৃষ্টির পানিতে ডুবে শিশু সাদিয়ার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশু সাদিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।

সাদিয়ার চাচা ফজলু বলেন, কখন সাদিয়া পাতিলে পড়ে গেছে তা কেউ খেয়াল করেনি। টের পেয়ে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিলাইদহ ইউনিয়নে পরিষদের সদস্য ইকবাল হোসেন বলেন, খেলা করা অবস্থায় পাতিলে রাখা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।

কাঞ্চন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়