ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমে ৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ৩১ জুলাই ২০২১   আপডেট: ১০:৩০, ৩১ জুলাই ২০২১
খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমে ৪

করোনা আক্রান্ত হয়ে খুলনায় মৃত্যু কমে ৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩১) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালের তাদের মৃত্যু হয়। এ সময় অপর চারটি হাসপাতালে কারো মৃত্যু হয়নি।

যদিও এর আগে শুক্রবার ৮ জন, বৃহস্পতিবার ১৬ জন ও বুধবার খুলনাতে ১১ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন— খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি বেগম (৩৫) ও খুলনা সদরের মো. রাজু (২২)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। যার মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়ালো জোনে ৪৯ জন, আইসিইউতে ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন, তার মধ্যে ১৬ জন পুরুষ, আর ২৪ জন নারী।

সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা চারদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।

গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৭০ জন। আইসিইউতে রয়েছেন তিনজন।

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়