Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৪ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

কুমিল্লায় ১১৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৮ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৩ আগস্ট ২০২১  
কুমিল্লায় ১১৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৮ 

কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে ৮ জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন তিনজন এবং মনোহরগঞ্জের দুইজন মারা গেছেন। এছাড়াও দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া ও দাউদকান্দি উপজেলায় একজন করে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার (২ আগস্ট) বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩ হাজার ৭৩২টি নমুনা পরীক্ষায় ১১৯০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ২৭৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৫২ জন, আদর্শ সদরে ৩৭ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৪২ জন, চান্দিনায় ৪৫ জন, চৌদ্দগ্রামে ২৩ জন, দেবিদ্বারে ৫৩ জন, দাউদকান্দিতে ৬৯ জন, লাকসামে ৭৮ জন, লালমাইতে ৪৫ জন, নাঙ্গলকোটে ৬৯ জন, বরুড়ায় ৯৬ জন, মনোহরগঞ্জে ৩৪ জন, মুরাদনগরে ৬৮ জন, মেঘনায় ২৫ জন, তিতাসে ২৯ জন এবং হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন। জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭১ জন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে করোনার সংক্রমণ কমানো যায়, সেই লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’ 

রহমান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়