ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক কারবারির হামলায় ৩ বিজিবি সদস্য আহত

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৪ আগস্ট ২০২১  
মাদক কারবারির হামলায় ৩ বিজিবি সদস্য আহত

কক্সবাজারের রামু উপজেলায় সীমান্তরক্ষা বাহিনী বিজিবির টহল দলের পর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এতে তিন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক ইব্রাহীম।

লে. কর্নেল ফারুক ইব্রাহীম জানান, গত ২৫ জুলাই খুনিয়াপালং ইউনিয়নের তেলঘোনা গ্রাম থেকে ইয়াবাসহ কফিল উদ্দিন নামে মাদক কারবারিকে আটক করা হয়। ওই এলাকায় আজ বুধবার (৪ আগস্ট) টহল দেওয়ার সময় বিজিবির সদস্যদের উপর কফিল উদ্দিনের সহযোগীরা হামলা চালায়। এতে তিন বিজিবি সদস্য আহত হয়েছেন।

আরো পড়ুন:

আহত বিজিবি সদস্যরা হলেন, নায়েক সুবেদার মাহমুদুল হক, সুবেদার সোহেল রানা ও সৈনিক শহিদুল ইসলাম। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হামলাকারীদের ধরতে ইতোমধ্যে বিজিবির সদস্যরা মাঠে নেমেছে বলে জানান লে. কর্নেল ফারুক ইব্রাহীম। 
 

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়