ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় চালু হলো সেন্ট্রাল অক্সিজেন, আইসিইউ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৭ আগস্ট ২০২১   আপডেট: ১৭:০২, ৭ আগস্ট ২০২১
পাবনায় চালু হলো সেন্ট্রাল অক্সিজেন, আইসিইউ

তরল অক্সিজেন বরাদ্দ পাওয়ায় অবশেষে পাবনা জেনারেল হাসপাতালে চালু হলো বহু প্রতিক্ষিত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

শনিবার (৭ আগস্ট) সকাল ১১টায় হাসপাতাল চত্বরে নবনির্মিত অক্সিজেন ট্যাংকারে অক্সিজেন পূর্ণ করার পর এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. কেএম আবু জাফর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. সালেহ মোহম্মদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক জাহেদী হাসান রুমীসহ জ্যেষ্ঠ চিকিৎসক ও হাসপাতালের প্রশাসনিক সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তরল অক্সিজেন না থাকায় সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও পাবনা হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা। এখন করোনা আক্রান্তসহ যে কোনো মুমূর্ষু রোগী পাবনাতেই আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন।

সেন্ট্রাল অক্সিজেন পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সহকারী পরিচালক ডা. কেএম আবু জাফর বলেন, এখন আমাদের আইসিইউসহ প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। হাসপাতালে লোকবল সংকট রয়েছে। তবুও চালিয়ে নিতে হবে আমাদের সেবার কার্যক্রম। এই ক্ষেত্রে চিকিৎক ও স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে, সব মিলিয়ে দীর্ঘ সময় পরে অবশেষে এই সেন্ট্রাল প্ল্যান্টে অক্সিজেন চালু হওয়াতে সাধারণ রোগীদের আর চিন্তা করতে হবে না।

অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন শেষে সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, অনেক গুরুত্বপূর্ণ রোগী অক্সিজেনের অভাবে তাদের বাইরে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হতো। এখন এখানেই সাধারণ মানুষ সেবা পাবে। অন্য কোনো বিষয় না হলে অক্সিজেন ঘাটতির কারণে কোনো রোগীকে চিকিৎসা নিতে আর জেলার বাইরে যেতে হবে না।

সাংসদ বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর সুচিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দেশব্যাপী গণটিকার কার্যক্রম শুরু করেছেন। সব মানুষ যাতে টিকা নিয়ে নিরাপদে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেজন্য গ্রামগঞ্জে সহজ উপায়ে টিকা দেওয়া হচ্ছে। তাই স্বাস্থ্য বিধি মেনে সরকারকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

শাহীন/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়