ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে করোনায় ৪ মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৮ আগস্ট ২০২১  
নোয়াখালীতে করোনায় ৪ মৃত্যু

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন ৬৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৭৪ শতাংশ।

রোববার (৮ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিভিল সার্জন জানান, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সতের হাজার ৩৩২জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৫ জন, সেনবাগে ২৭ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, সুবর্ণচরে ২ জন, হাতিয়ায় ১ জন, বেগমগঞ্জে ২৫ জন, সোনাইমুড়ীতে ৫৮ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ৩২ জন, কোম্পানীগঞ্জে ২ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন।

এছাড়া সুস্থ হয়েছেন এগার হাজার ৫৭৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৮১ শতাংশ।

এদিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৪৯ জন। জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৩ জন করোনা  আক্রান্ত রোগী।

সুজন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়