ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২১ আগস্ট ২০২১  
সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু হয়েছে ১২ জনের।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, একই সময়ে বিভাগের চার ল্যাবে ১০৩২ জনের নমুনা পরীক্ষা করে ২০০ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১৯ দশমিক ৩৮ শতাংশ।

আরো পড়ুন:

সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ১১৩ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ৫১ হাজার ৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭২ জনের। আর সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৫৬৪ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন। আর বাকি অ্যাকটিভ রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।

নোমান/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়