ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেলের জালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ  

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৪ আগস্ট ২০২১  
জেলের জালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ  

বাগেরহাটে ১০ মণ ওজনের বিশালাকৃতির এক শাপলাপাতা মাছ জেলেদের জালে ধরা পড়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে জেলেরা  মাছটি নিয়ে আসেন বিক্রির জন্য। মাছটি দেখতে অনেকেই বাজারে ভিড় জমান।

জানা যায়, অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি হয়। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। তারা ৩৫০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করবেন বলে জানান। এ জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।

শহরের মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনে বাজারে এসেছি। ২ কেজি কিনলাম, যদিও পুরো মাছটি দেখতে পারিনি।

অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এত বড় মাছ খুব কম পাওয়া যায়। তাছাড়া শাপলাপাতা মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণ ওজনের এই মাছ পাওয়া যায়। যেগুলো খুচড়ো বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়। 

বাগেরহাট/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়