ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগুনে ৮ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ১০:১৮, ২৫ আগস্ট ২০২১
আগুনে ৮ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বুধবার (২৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পরিচালক জানান, কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের খন্দোকার বুক স্টল নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের কাপড়, ওষধ, জুতা, বই, কম্পিউটারের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিকরা। 

বাদল/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়