ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট বিভাগে ১০ মৃত্যু, শনাক্ত ১৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৭ আগস্ট ২০২১  
সিলেট বিভাগে ১০ মৃত্যু, শনাক্ত ১৭ শতাংশ

সিলেট বিভাগে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। হাসপাতালে ও বাসায় আইসোলেশনে থাকাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮৪ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩০ শতাংশ। সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ১১৯ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজারে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনাভাইরাসে একই সংখ্যক মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ওই দিনে নতুন করে ১৮১ জনের করোনা শনাক্ত এবং ৪১৮ জনের সুস্থ হওয়ার খবর জানানো হয়েছিল। সেই হিসাবে আজ মৃত্যুর সংখ্যায় কমবেশী না হলেও শনাক্তের সংখ্যায় ৭ জন বেড়েছে। আর সুস্থতার সংখ্যা ৩৪ জন কম।

বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ৫২ হাজার ২২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৫৮৯ জন। আর মৃত্যু হয়েছে ১০৩৭ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ জেলায় ৭২ জন, হবিগঞ্জ জেলায় ৪৬ জন, মৌলভীবাজার জেলায় ৭০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৪১৪ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন। আর বাকি অ্যাকটিভ রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নোমান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়