ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ শয্যার ক্লিনিকে একরাতেই ১৪ সিজার

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ০৮:৫০, ২৮ আগস্ট ২০২১
১০ শয্যার ক্লিনিকে একরাতেই ১৪ সিজার

যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের নিয়মিত পরিদর্শনে দুটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলজিক্যাল টেস্ট কার্যক্রম বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। এসময় ১০ শয্যার ‘পল্লবী ক্লিনিকে’ বৃহস্পতিবার রাতে ১৪ প্রসূতিকে সিজার করার ভয়াবহ তথ্যও জানতে পারেন তারা।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের পল্লবী ক্লিনিক, নোভা এইড ক্লিনিক, মায়ের দোয়া ক্লিনিক, কপোতাক্ষ ক্লিনিক, মধুমতি প্রাইভেট হাসপাতাল ও বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে একটি দল নিয়মিত পরিদর্শন শেষে এই নির্দেশ দেন।

এ সময় আরও ছিলেন যশোরের সহকারী সিভিল সার্জন ডা. শাহীনুর সামাদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহমেদ ও চৌগাছার আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘শহরের ছয়টি বেসরকারি ক্লিনিকে নিয়মিত পরিদর্শন করা হয়েছে। এসময় পর্যাপ্ত চিকিৎসক, নার্স না থাকাসহ বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। শহরের পল্লবী ক্লিনিকে বৃহস্পতিবার রাতেই ১৪ জন প্রসূতিকে সিজার করা হয়েছে। এ বিষয়টিও আমাদের নজরে এসেছে।’

‘ক্লিনিকের মালিকদের ত্রুটিগুলো সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মধুমতি পাইভেট হাসপাতাল ও মায়ের দোয়া প্রাইভেট ক্লিনিক নামে দুটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলিজিক্যাল টেস্ট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে,’ যোগ করেন সিভিল সার্জন ডা. শাহীন।

রিটন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়