ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ বছর পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৯ আগস্ট ২০২১  
২৫ বছর পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামে ২৫ বছর পলাতক থাকার পর ১৬ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) ভোর রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ আসামির নাম কাজী আজানুল হক (৬৫)। তিনি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হকের ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। এ মামলায় তার ১৬ বছরের সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মুর্তজা, এসআই প্রলয় কুমার বর্মা, এসআই কাইয়ুম এসআই আমিনুল এবং এএসআই শামীম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বাদশাহ্ সৈকত/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়