ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২ সেপ্টেম্বর ২০২১  
নরসিংদীতে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী সদর থানাধীন বিভিন্ন এলাকায় বুধবার (১ সেপ্টম্বর) মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদী সদর থানার পৌর এলাকার সাটিরপাড়ার মো. কাশেম মুন্সীর ছেলে মো. শাহজাহান মিয়া (৪২), ব্রাহ্মণপাড়ার মো. সোহরাব মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৫), পশ্চিমকান্দা পাড়ার কামালের ছেলে রুবেল (২৪), সাটিরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শাকিল ওরফে বড়ি শাকিল (২৬) ও চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে জামাল মিয়া (৩৮)।

ওসি সওগাতুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিল। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এইচ মাহমুদ/মাসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়