ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় যমুনার পানি কমতে শুরু করেছে 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৫ সেপ্টেম্বর ২০২১  
বগুড়ায় যমুনার পানি কমতে শুরু করেছে 

বগুড়ায় যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) নদীর মথুড়াপাড়া পয়েন্টে পানি কমেছে ২১ সেন্টিমিটার। যুমনার পানি সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

পানি বৃদ্ধির ফলে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার ১৪টি ইউনিয়নের ১০১টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে তিন উপজেলার ১৬ হাজার ৮০০টি পরিবারের ৬৭ হাজার ৩০০ জন পানিবন্দি হয়ে পড়েছে। 

পানিতে তিন উপজেলার ৩৪৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সারিয়াকান্দি উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। তবে শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। 

বন্যার্তদের সহযোগিতায় সরকারিভাবে এখন পর্যন্ত তিন উপজেলায় ১৭০ টন জিআর চাল, ১০০০ প্যাকেট শুকনা খাবার এবং নগদ ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পানি কমতে শুরু করেছে। অল্প দিনের মধ্যে পানি বিপৎসীমার নিচে যাবে। পানি নতুন করে বাড়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি। 

এনাম/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়