‘ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড’
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, `মাদকের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ ছাত্রলীগের রাজনীতি করতে পারবেন না। ছাত্রলীগ তারাই করবেন যারা সমাজের কাছে ক্লিন ইমেজের আছেন। কারণ ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড।’
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সাটুরিয়া উপজেলা তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী পক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফুয়াদ রহমান খান, তিলোত্তমা শিকদার, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ত্রান ও দুযোর্গ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দারসহ প্রমুখ।
চন্দন/মাসুদ