ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চান্দিনায় শ্বেত ও সবুজ বিপ্লব ঘটাবো: প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১২ সেপ্টেম্বর ২০২১  
চান্দিনায় শ্বেত ও সবুজ বিপ্লব ঘটাবো: প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘চান্দিনা উপজেলায় রাস্তঘাটের উন্নয়ন প্রয়োজন। আমি যদি নির্বাচিত হই তাহলে চান্দিনা উপজেলায় শিক্ষার পাশাপাশি কৃষি উন্নয়নে কাজ করবো। মোট কথা এ উপজেলায় শ্বেত ও  সবুজ বিপ্লব ঘটাবো।’

(১২ সেপ্টেম্বর) রবিবার সকালে কুমিল্লা-৭ আসনের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চান্দিনার মাটি ও মানুষের নেতা অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন শিক্ষানুরাগী।  আমি নির্বাচিত হলে অবশ্যই প্রয়াত অধ্যাপক আলী আশরাফের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।’

প্রসঙ্গত, ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন।  ৩০ জুলাই অধ্যাপক আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূণ্য ঘোষণা করা হয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রাণ গোপাল দত্তের নাম ঘোষণা করা হয়।

আবদুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়