ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কক্সবাজারে স্বর্ণের বারসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২১  
কক্সবাজারে স্বর্ণের বারসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে মিয়ানমারের স্বর্ণ পাচারকালে মো. রিফাত (২০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩০ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক।

আটক রিফাত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমব্রু এলাকার আব্দুর রশীদের ছেলে।

ইব্রাহীম ফারুক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তি বিজিবি জানতে পারে বৃহস্পতিবার আন্তজার্তিক চোরাচালানী চক্র বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। পরে তারা কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করতে পারে।

ওই সংবাদের ভিত্তিতে ৩০ বিজিবির সদস্যরা মরিচ্যা বাজার, মরিচ্যা গোয়ালিয়া রোড, মরিচ্যা যৌথ চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি জোরদার করে। সকাল ১০ টার দিকে একটি সিএনজি মরিচ্যা যৌথ চেকপোস্টে আসে। এ সময় সিএনজি যাত্রী মো. রিফাতকে তল্লাশি করা হয়।  তার কাছ থেকে ১.১৬২ কেজি ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ কক্সবাজার ট্রেজারী অফিসে জমা দেওয়ার কাজ করা হচ্ছে।

তারেকুর/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়