ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝুমন দাশের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২১
ঝুমন দাশের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ঝুমন দাশের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

হিউম্যান ফার্স্ট মুভমেন্টের আয়োজনে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এ মানববন্ধন হয়। নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে কে বী প্রদীপ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর এনামুল কবির, শাল্লা সমিতির সভাপতি তাপস তালুকদার, সাংবাদিক এ কে কুদরত পাশা, শামস শামীম,  শিক্ষানবিশ আইনজীবী মো. আমিনুর রশীদ, শান্তিগঞ্জ উদীচী সভাপতি শ্যামল দেব, উদ্যোক্তা ওবায়দুল হক মিলন, মো. মইন উদ্দিন, পংকজ দাশ, স্বপন সূত্রধর, শিক্ষিকা সোনালী সরকার শিল্পী, ইয়ুথ লিডার দূর্জয় সূত্রধর।

মানববন্ধনে বক্তারা ঝুমনের মুক্তি দাবি করে বলেন, বিনা অপরাধে দীর্ঘদিন ধরে ঝুমন দাশ জেলে রয়েছেন।  তার মুক্তি হচ্ছে না।  তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত ঝুমন দাশকে মুক্তি দেওয়া হোক।

আল আমিন/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়