ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে গেল ২৩ মেট্রিকটন ইলিশ

নিজস্ব প্রতবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৮:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২১
ভারতে গেল ২৩ মেট্রিকটন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থবন্দর দিয়ে ২৩ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাছগুলোর নমুনা পরীক্ষা করে সেগুলি রপ্তানির অনুমতি দেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় তিনটি ট্রাকে করে মাছগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনার সাউদার্ন ফুড লি. ১৩ মেট্রিকটন ও ঢাকার ইউনিয়ন ভেন্টার লি. ১০ মে. টন ইলিশ রপ্তানি করে। মাছগুলি আমদানি করেছে ভারতের কলকাতার প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ।

১ থেকে দেড় কেজি ওজনের ইলিশগুলোর রপ্তানি মূল্য ধরা হয়েছে ৬ মার্কিন ডলার ও দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার।

ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে।

ইলিশ রপ্তানির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা ইশতাদুল হক ইলিশ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, 'ইলিশ রপ্তানি কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।'

রিটন/মাসুদ

 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়