ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২১  
কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার দাবি

কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার দাবি জানিয়েছেন স্থানীরয়া। এছাড়া কুয়াকাটা সৈকতের ভাঙন রক্ষায় কার্যকরি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান। 

এদিকে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে পর্যটন হলিডে হোমস থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। 

ইমরান/সারা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়