ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:২০, ২৯ সেপ্টেম্বর ২০২১
সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত

ফাইল ছবি

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর অন্যতম নেতা মুহিবুল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তিনি কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প-১ লম্বাশিয়া ইস্ট-ওয়েস্ট ব্লকের বাসিন্দা ছিলেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক।

তিনি বলেন, বুধবার রাতে আমরা খবর পেলাম রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। 

মহিবুল্লাহ বুধবার রাত ৮টার দিকে ক্যাম্পে তার অফিসে গেলে সন্ত্রাসীরা আগে থেকে সেখানে ওত পেতে ছিল। অফিসে পৌঁছানোর আধঘন্টার মধ্যে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা এই তথ্য জানায়।

কুতুপালং ক্যাম্প-১ লম্বাশিয়া ইস্ট-ওয়েস্ট ব্লকের মাঝি রফিক বলেন, সন্ত্রাসীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে। তিনি সাধারণ রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য সভা-সমাবেশে কথা বলতেন। এমন কি রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর আপ্রাণ  চেষ্টাও করে যাচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। 

নেতা মহিবুল্লাহর ওপর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রোহিঙ্গারা। তার মৃত্যুতে রোহিঙ্গা শিবিরে শোকের ছায়া নেমে এসেছে।

তারেকুর/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়