ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:১৪, ৩ অক্টোবর ২০২১
যশোরে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

যশোরে পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম শুরু হয়েছে।  

রোববার (৩ অক্টোবর) দুপুরে যশোর আ লিক পাসপোর্ট অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী।

আরো পড়ুন:

জেনারেল মোহাম্মদ আইয়ূব বলেন, ‘পাসপোর্ট অধিদপ্তর কারো বদনামের ভাগ নেবে না।  সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  এখন থেকে যশোর আ লিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট প্রিন্ট হবে।  যার ফলে খুলনা বিভাগের দশ জেলার ই-পাসপোর্ট স্বল্পতম সময়ে গ্রাহকদের কাছে পৌছে দেওয়া সম্ভব হবে। এছাড়া এটি ঢাকার পার্সোনালাইজেশন সেন্টারের ব্যাকআপ হিসাবে কাজ করবে।’

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় জোয়াদ্দার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অনুষ্ঠান শেষে পাঁচজন গ্রাহকের হাতে ই-পাসপোর্ট তুলে দেন অতিথিরা। দ্রুত সময়ে পাসপোর্ট পেয়ে খুশি পাসপোর্ট গ্রহীতারা।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়