ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, ৩ কর্মচারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, ৩ কর্মচারী আটক

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, অফিসের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পাল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, “নিয়মিত মামলা দায়েরের পর তদন্ত করা হবে। তদন্তের যাদের নাম আসবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়রা জানায়, পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন কিছু কর্মচারী ও দালাল অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। মানুষকে জিম্মি করে তারা অতিরিক্ত টাকা আদায় করছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ভুক্তভোগীদের। মাঝে মধ্যে অফিসটিতে অভিযান চালানো হলেও ধরা পড়ে চুনোপুঁটিরা। তবে সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাঘব বোয়ালরা। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানের সময়কালে অফিসের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের সাজা দেওয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।

ঢাকা/মামুন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়