ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৬ অক্টোবর ২০২১  
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 
এ সময় অন‌্যদের মধ‌্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য মো. আব্দুল্লাহ সরদার, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মো. আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াসহ প্রমুখ। 

আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন,  ‘প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শিশু জন্মের সঙ্গে সঙ্গে যাতে সে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনকেও বাধ্যতামূলক করেছে সরকার ।’

মামুন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়