ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলি বন্দরে কমেছে কাঁচা মরিচের দাম

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৭ অক্টোবর ২০২১  
হিলি বন্দরে কমেছে কাঁচা মরিচের দাম

ভারত থেকে আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে ৫০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম।

এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কমেছে কেজিতে ৫০ টাকা। এর ফলে ১৫০ টাকার কাঁচামরিচ এখন ১০০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, দেড় মাস বন্ধের পর চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়। চলতি সপ্তাহে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে ৪১ ট্রাকে ২৯১ মেট্রিকটন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিলো ১৫০ থেকে ১৬০ টাকা। ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়াতে আজ সেই মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

কাঁচমরিচ কিনতে আসা রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘দুইদিন আগেও বাজারে কাঁচমরিচ কিনেছিলাম ১৫০ টাকা দরে। আজ সেই কাঁচামরিচ কিনলাম ১০০ টাকা কেজি দরে। তবে আরও দাম কমলে আমাদের অনেক উপকার হবে।’

এবিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে জানান, বেশ কিছুদিন থেকে দেশে অতি বর্ষার কারণে মরিচ উৎপাদিত এলাকায় মরিচ নষ্ট হয়ে গেছে। তাছাড়াও চলতি বছর কাঁচামরিচের উৎপাদন শেষের দিকে। তাই দেশের বাজার ঠিক রাখতে আমদানি কারকরা ভারত থেকে কাঁচামরিচের আমদানি শুরু করেছে। আশা করছি আগামীতে মরিচের দাম আরও কমে আসবে।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়