ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মোংলায় ফের কার্গো ডুবি, ১০ নাবিক জীবিত উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৯ অক্টোবর ২০২১  
মোংলায় ফের কার্গো ডুবি, ১০ নাবিক জীবিত উদ্ধার

মোংলায় একদিনের ব্যবধানে আবারও জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৯ অক্টোবর) ভোরে মোংলা বন্দর চ্যানেলের মুখে দুবলার চর এলাকায় তলা ফেটে বিউটি লোহাগড়া- ২ নামের পাথর বোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। তবে এই জাহাজ ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া জাহাজের ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় সিঙ্গাপুর পতাকাবাহী এম ভি সাগর রতন থেকে ১২’শ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার দিকে যাওয়া এমভি বিউটি লোহাগড়া-২ কার্গো জাহাজ তলা ফেটে যাওয়ার কারণে ডুবে যায়।

কোস্টগার্ড (পশ্চিম জোন) মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হাসানুজ্জামান বলেন,পাথর নিয়ে খুলনায় যাওয়ার পথে তলা ফেটে এমভি বিউটি লোহাগড়া- ২ লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১০ নাবিককে কোস্টগার্ড সদস্যরা জীবিত উদ্ধার করেছে। 

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে এম ভি দেশ বন্ধু নামে একটি কার্গো জাহাজ ডুবে যায়।

 

টুটুল/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ