ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুনামগঞ্জ শহর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১১ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৪৬, ১১ অক্টোবর ২০২১
সুনামগঞ্জ শহর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে

অপরাধ দমনে সুনামগঞ্জ শহরকে সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর থানা প্রাঙ্গণে এই সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ সুপার বলেন, শহরে ১৬৪টি ক্যামেরা বসানো হয়েছে। ফলে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পারভেজ আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান প্রমুখ।

শেষে সিসি ক্যামেরার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার।

আল আমিন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়