ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ৬ নভেম্বর ২০২১  
পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

শরীয়তপুর জাজিরায় পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকা থেকে ছোটরাম শর্মা (৫০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যর আটক করেছ।

আটককৃত ব্যক্তি ভারতের রাজস্থান প্রদেশের জয়পুর জেলার লায়লা এলাকার জগদীশ শার্মা ও গীতা শার্মার পুত্র।

সূত্র জানায়, সন্ধ্যায় পাগল বেশে এক লোককে মাঝিরঘাট খান মার্কেট এলাকায় ঘুরতে দেখা যায়। তাকে সন্দেহ হলে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, তিনি ভারতীয় নাগরিক।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা ক্যান্টনমেন্টের ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর আল আমিন।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসবাদ করে আগামীকাল জাজিরা থানায় হস্তান্তর করা হবে।

রাজিব/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়