ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

মেঘনায় মাছ শিকারে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:১৯, ৭ নভেম্বর ২০২১
মেঘনায় মাছ শিকারে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। 

শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় লোকজন ও স্বজনরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোঁজেও তাদের সন্ধান পায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন—মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের জাজিরা এলাকার বাসিন্দা। আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামে ছিল।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, রাতে নদীতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে তাদের নৌকায় ধাক্কা লাগে। এতে ৬ জেলেসহ নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করত। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানাতে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হন।

ইউএনও মো. কামরুজ্জামান জানান, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
 

লিটন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়