ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউপি নির্বাচনে জয় পেলেন সাংবাদিকের স্ত্রী

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১ ডিসেম্বর ২০২১  
ইউপি নির্বাচনে জয় পেলেন সাংবাদিকের স্ত্রী

মাগুরার মহম্মদপুর উপেজলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে জয়ী হয়েছেন সাংবাদিকের স্ত্রী মোছা. ইরানী খানম। তিনি দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মাসুদ রানার স্ত্রী।

রোবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে মহম্মদপুর উপেজলা সদর ইউনিয়ন নির্বাচন হয়।

সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ইরানী খানম বক প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৪৭ ভোট। তাঁর নিকটতম রুবি বেগম (কলম) পেয়েছেন ২ হাজার ৯৮ ভোট।

ইরানী খানম জানান, তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। এলাকাবাসী তাঁকে নির্বাচনে দাঁড়াতে উৎসাহ দেন। প্রথমবার নির্বাচন করে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।

তিনি আরো জানান, এখানে কাজ করার সুযোগ আছে। তিনি নারী শিক্ষার প্রসার, যৌতুক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান।

ইরানী খানমের স্বামী মাসুদ রানা বলেন, তাঁদের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। জনসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্ত্রীকে জনপ্রতিনিধি হওয়ার জন্য পাশে থেকে উৎসাহ দিয়েছি।

ইউপি নির্বাচনের রিটানিং অফিসার মো. আব্দুস সোবাহান ইরানী খানম নির্বাচিত হয়েছেন বলে জানান।

শাহীন/মাগুরা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ