ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুরাদের পদত্যাগের খবরে জামালপুর আ.লীগের আনন্দ মিছিল

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:০২, ৭ ডিসেম্বর ২০২১
মুরাদের পদত্যাগের খবরে জামালপুর আ.লীগের আনন্দ মিছিল

মন্ত্রিসভা থেকে ডা. মুরাদ হাসানের পদত্যাগের খবরে আনন্দ মিছিল করেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল আরামনগর বাজার ট্রাক মালিক সমিতির মোড় থেকে বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

আরো পড়ুন:

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিলের আয়োজন করেছি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘এই তথ্যপ্রযুক্তির যুগে একজন তথ্য প্রতিমন্ত্রী যেভাবে অশালীন ভাষায় কথা বলেন, তা দলের জন্য সত্যিই লজ্জাজনক। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই।’

সেলিম/ মাসুদ 

সর্বশেষ

পাঠকপ্রিয়