ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিনশ যাত্রীকে উদ্ধার করা ট্রলারচালক পুরস্কৃত

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:২৯, ২৯ ডিসেম্বর ২০২১
তিনশ যাত্রীকে উদ্ধার করা ট্রলারচালক পুরস্কৃত

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদীতে ঝাঁপ দেওয়া প্রায় তিনশ যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করা ট্রলারচালক মিলন খানকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে পুরস্কার হিসেবে তাকে নগদ পাঁচ হাজার টাকা দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।  

মিলন খান বলেন, লঞ্চ দুর্ঘটনায় তিনশ যাত্রীকে উদ্ধারে কাজ করেছেন তিনি। বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন। এজন্য অনেকেই তাকে এখন ধন্যবাদ জানাচ্ছে।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিষয়টি জেনেছি। আগুনের খবর পেয়ে তিনি নিজের ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষকে পারাপার করেছেন। আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সামান্য শুভেচ্ছা উপহার দিয়েছি।

অলোক সাহা/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়