ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আগুনে পুড়ে ছাই ১৮ ব্যবসা প্রতিষ্ঠান

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৬ জানুয়ারি ২০২২  
আগুনে পুড়ে ছাই ১৮ ব্যবসা প্রতিষ্ঠান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু খাসমহল বাজারে আগুন লেগে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩টি বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মঞ্জু’র লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মনির জানান, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন টাকা কিভাবে পরিশোধ করবো জানি না।

লেপ-তোশক দোকানদার মো. মঞ্জু জানান, সকালে দোকান খুলে কাজ শুরু করি। হঠাৎ ছোট ভাই চিৎকার দিয়ে বলে, ভাই দোকানের টিনের চালে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করে আগুন নিভাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভায়।

বোরহাউদ্দিন ফায়ার সার্ভিসের ইন-চার্জ মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত একটি লেপ-তোশতের দোকান থেকে। এ ঘটনায় ১৮টি দোকান ও ১৩টি বসত ঘর পুড়ে গেছে। এতে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

মালেক/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ