ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাবিপ্রবিতে অনশনকারী কয়েক শিক্ষার্থী অসুস্থ

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:১৫, ২০ জানুয়ারি ২০২২
শাবিপ্রবিতে অনশনকারী কয়েক শিক্ষার্থী অসুস্থ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

জানা যায়, অনশনরত কাজল দাশ নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া তিন শিক্ষার্থীকে স্যালাইন পুশ করা হয়েছে। স্বেচ্ছাসেবী একটি মেডিকেল টিম তাদের চিকিৎসা সেবা দিচ্ছে।

অনশনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ‘ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙ্গা হবে না। অনশনে কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। কাজল দাশ নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিন শিক্ষার্থীকে স্যালাইন পুশ করা হয়েছে।’

উল্লেখ্য, বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। রোববার পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।

নূর আহমদ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়