ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ময়মনসিংহে মাস্ক ক্যাম্পেইন শুরু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২৬ জানুয়ারি ২০২২  
ময়মনসিংহে মাস্ক ক্যাম্পেইন শুরু

করোনা মহামারি মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং এ বিষয়ে আরো সচেতন করে তুলতে মাস্ক ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আর এ জন্য নগরীর ১১টি পয়েন্টে আগামী কয়েকদিনে মোট ত্রিশ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

বুধবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ইকরামূল হক টিটু।

এ সময় অন্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ক্যাম্পেইন উদ্বোধনকালে সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাতে ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করছে।’ 

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ