ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

আজমিরীগঞ্জে কালনী নদীতে ৪৩ কেজির বাঘাইড়

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৩:০১, ১০ ফেব্রুয়ারি ২০২২
আজমিরীগঞ্জে কালনী নদীতে ৪৩ কেজির বাঘাইড়

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় কালনী নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। ১২৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৫০ টাকায়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেমতোষ দাস ও মহেন্দ্র দাস নামে দুই জেলে সুতার জালে মাছটি ধরেন। বিশালাকৃতির মাছটি আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে আনলে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। নবীগঞ্জ উপজেলার মাছ বিক্রেতা আন্নর আলটি এ বাঘাইড়টি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমতোষ দাস ও মহেন্দ্র দাস ইউনিয়নটির মামুদপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সাররাত সুতার জাল দিয়ে কালনী নদীতে মাছ ধরেছেন তারা। বুধবার সকালে বাড়ি ফেরার কিছুক্ষণ আগে হঠাৎ জালটি ওপরে তুলতে বেশি শক্তি লাগছিল।  অনেকটা জাল তুলে আনার পর তারা বুঝতে পারছিলেন, বিশাল একটি মাছ জালে লাফালাফি করছে। আস্তে আস্তে তারা জালটি তুলে আনলে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে পান।

মাছটির ওজন ৪৩ কেজি। পাহাড়পুর বাজারে মাছটি দেখতে কয়েকশ’ মানুষ ভিড় করেন।

/মামুন/এমএম/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়