ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৮ মার্চ ২০২২   আপডেট: ১৮:০৫, ৭ মার্চ ২০২৪
গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।  দিবসটি উপলক্ষে জেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন বক্তব্য রাখেন।

আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষকরা অংশ গ্রহণ করেন। 

এদিকে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।  প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

বাদল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়