ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী কারাগারে 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১৫ মে ২০২২  
নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী কারাগারে 

নোয়াখালী জেলাশহরের স্কুল থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ৪৫ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পুলিশ বলছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা ওই স্কুল ভবনের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে গোপন বৈঠকে মিলিত হন। গ্রেপ্তারকৃতরা সকলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।  

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতমরা হলেন— সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হানিফ (৫২), চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক (৫২), সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আফসার (৫০), চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মহিউদ্দীন হাসান (৪৮),  কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন (৫২)। বাকিরা সকলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী।  

রোববার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুরে নোয়াখালী জেলাশহরের আল ফারুক একাডেমি স্কুলের শ্রেণিকক্ষ থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, দুপুরের দিকে বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জেলাশহরের মাইজদী আল ফারুক একাডেমির দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে সরকারবিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়। বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে ধরে ফেলে।

পুলিশ সুপার আরও জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। 

সুজন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ