ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ডিনেটের পরামর্শে মাতৃকালীন ভয় কেটেছে’

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২১ মে ২০২২  
‘ডিনেটের পরামর্শে মাতৃকালীন ভয় কেটেছে’

‘মাতৃত্বকালীন সময়টাতে খুবই ভয় কাজ করে। গ্রামে বসবাস করায় অনেক কুসংস্কার থাকায় গর্ভবতী নারীদের নানা সমস্যায় পড়তে হয়। গর্ভকালীন সময়ে চলাফেরা, খাবার-দাবার এবং স্বাস্থ্য বিষয়ক সম্পর্কিত যে পরামর্শগুলো জানানো হয়েছে এখন থেকে তা পালন করতে সুবিধা হবে। ডিনেটের পরামর্শ পেয়ে মাতৃকালীন ভয় কেটেছে।’

বুধবার (১৮ মে) সকাল ১০টায় নন গভমেন্ট অর্গানাইজেশন (এনজিও) ডিনেট গর্ভবতী নারী ও তাদের পরিচর্যাকারীদের নিয়ে আয়োজিত হেলথ ক্যাম্পে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকার গৃহবধূ সম্পা আক্তার সেবা নিতে এসে এভাবেই কথাগুলো বলছিলেন। 

এ সময় উপজেলার চকমিরপুর উচ্চ বিদ্যালয়ে গর্ভবতী নারী ও তাদের পরিচর্যাকারীদের নিয়ে নিরাপদ মাতৃত্ব ও পুষ্টি অনুশীলন বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী হেলথ ক্যাম্পে উপজেলার চকমিরপুর এবং মুলকান্দী এলাকার ২৫ জন গর্ভবতী নারীকে গর্ভকালীন সময়ে স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় নিয়ে অবহিত করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ নারী ডাক্তারদের মাধ্যমে গর্ভবতী নারীদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয়।

চকমিরপুর এলাকার হাসিনা আক্তার (২৩) নামের এক গর্ভবতী নারী বলেন, ‘আমরা গ্রামে থাকি। বাড়ি থেকে বাইর হইলে সব সময় গাড়ি-ঘোড়া পাওয়া যায় না। ডেলিভারি করাইতে হাসপাতালে কীভাবে যামু তাই নিয়া খুব চিন্তায় আছিলাম। জরুরি একটা নাম্বার পাইছি এই নাম্বারে কল দিলেই নাকি বাড়িতে গাড়ি চইলা আসবো। এখন একটু সাহস পাইছি।’

গর্ভকালীন সময় নারীদের সর্বোচ্চ সেবা প্রদান করবে ডিনেট এমনটাই জানিয়েছেন ফিল্ড অপারেশন অফিসার সিরাজুস সালেকিন রাজিব। 

তিনি বলেন, ‘গর্ভকালীন সময়ে কোনো নারীকে জরুরিভাবে হাসপাতালে পৌঁছনোর প্রয়োজন পড়লে আমাদের জরুরি সেবার নাম্বারে যোগাযোগ করলে আমরা অ‌্যাম্বুলেন্সের ব্যবস্থা করে থাকি। হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার আছেন কিনা তা নিশ্চিত করি। যদি হাসপাতালে ডাক্তার না থাকেন, আমরা যোগাযোগের মাধ্যমে দ্রুত সময়ের ভিতর অন্য কোনো হাসপাতালে মহিলা বিষয়ক ডাক্তার আছেন কিনা তা নিশ্চিত করব।’

এ সময় ডিনেটের নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন, যুগ্ম পরিচালক আসিফ আহমেদ তন্ময়, এডিএম কামরুজ্জামান, ডিনেটের হেড অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডাক্তার নিলুফার পারভীন, চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়