ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কৃষকের পরিবারকে অচেতন করে টাকা ও স্বর্ণ লুট

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৩ মে ২০২২   আপডেট: ১৩:৩১, ২৩ মে ২০২২
কৃষকের পরিবারকে অচেতন করে টাকা ও স্বর্ণ লুট

ঠাকুরগাঁওয়ে এমদাদুল হত (৪৮) নামে এক কৃষক ও তার পরিবারকে অচেতন করে নগদ তিন লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ মে) ভোরের দিকে সদর উপজেলায় আকচা ইউনিয়নের হারাগাছ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার সূত্রে জানা যায়, রোববার এমদাদুল ৩ লাখ টাকায় মনতাজুরের কাছে আলু বিক্রি করেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন এমদাদুল। পরে দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে এবং সবাইকে অচেতন করে ঘরে থাকা নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। 

কৃষক এমদাদুল হক বলেন, আলু বিক্রির দিনেই আমাদেরকে অচেতন করে চুরি করা হয়েছে। দরজা কেটে চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বোঝা যাচ্ছে, আগে থেকেই আমরা ওদের নজরে ছিলাম। 

আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হয়তো চেতনা জাতীয় স্প্রের ব্যবহার করেছে। পুলিশে খবর দিয়েছি। চোর ধরতে আমরা সব রকমের পদক্ষেপ নিবো।

মঈনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়