ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতীয় জিরার কেজি ৪০০ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৩১ মে ২০২২  
ভারতীয় জিরার কেজি ৪০০ টাকা

দিনাজপুরের হিলি বন্দরবাজারে বেড়েছে ভারতীয় আমদানিকৃত জিরার দাম। ৩২০ টাকার জিরা বর্তমান বিক্রি হচ্ছে ৩৯৫ থেকে ৪০০ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানি কম এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে মসলাটির দাম বেড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩১ মে) সকালে হিলি মসলা বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন মসলার দোকানে সাজানো আছে ভারতীয় কাকা, বাবা, ইরানী, অর্মিদ, মধু, আকাশ ও বৌরানী নামের জিরা। গত রমজানও হিলি বাজারে এসব জিরার প্রতিকেজি দাম ছিলো ৩২০ টাকা। রমজানের পর থেকেই বাড়তে শুরু করেছে জিরার দাম। রমজান পর থেকে এখন পর্যন্ত জিরার দাম বেড়েছে প্রায় ৮০ টাকা। 

এদিকে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আরো এক ধাপ জিরাসহ বিভিন্ন ধরনের মসলার দাম বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা।

গাইবান্ধা থেকে হিলি বাজারে মসলা নিতে আসা জিয়াউর রহমান রাইজিংবিডিকে বলেন, সামনে কোরবানির ঈদ। অনেক মসলা লাগবে। তাই মসলা বাজারে এসেছি। অন্য মসলার দাম ঠিক থাকলেও জিরার দাম অনেক বেশি। কয়েক মাস আগে ২৭০ টাকা কেজি দরে জিরা নিয়ে গেছিলাম। গত রমজানেও ৩৩০ কেজি দরে জিরা নিয়েছিলাম। আজ (মঙ্গলবার) ৪০০ টাকা কেজি চাচ্ছেন দোকানদাররা।’

হিলি বাজারের মসলা ব্যবসায়ী মৌদুদ আহমেদ সিজার বলেন, ‘রোজার ঈদের পর থেকেই জিরার দাম বাড়তে শুরু করেছে। ৩২০ টাকার জিরা এখন বিক্রি করছি ৩৯৫ থেকে ৪০০ টাকা দরে। অন্য মসলার দাম এখনো স্বাভাবিক আছে। আশা করছি কয়েক দিনের মধ্যে জিরার দাম কমে যাবে।’

অপর মসলা ব্যবসায়ী শওন বলেন, ‘ভারতে জিরার উৎপাদন কম হয়েছে সাথে যোগ হয়েছে ডলারের মূল্য বৃদ্ধি। ফলে জিরার দাম বেড়ে গেছে। ভারতে নতুন জিরা উঠলে এবং ডলার দাম স্বাভাবিক হলে জিরার দাম কমে যাবে।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়