ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৩ জুন ২০২২   আপডেট: ১০:২৯, ১৩ জুন ২০২২
অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম

দিনাজপুরের হিলি বাজারে সব ধরনের সবজির দাম অর্ধেক কমেছে। ৪০ টাকার বেগুন এখন এই বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় কাঁচা মরিচের দাম ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

এদিকে সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে খেটে খাওয়া সাধারণ মানুষদের মধ্যে।

সেমবার (১৩ জুন) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে হিলি বাজারে প্রায় প্রতিটি সবজির দামই অনেক কমে গেছে। এই বাজারে ৪০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। এছাড়া ৪০ টাকার পটল ক্রেতারা ২০ টাকা দরে কিনছেন। করলার দাম ২০ টাকা কমে এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এই খাদ্যপণ্যটির দাম ছিল ৬০ টাকা কেজি।

এছাড়া বাজারে দাম কমেছে রসুনেরও। ১০ টাকা কমে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

হিলি বাজারে সবজি কিনতে আসা রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে প্রায় সবজির দাম কমে গেছে। বেগুনের দামটা অনেক বেশি ছিলো, আজ ২০ টাকা কেজি নিলাম।’

ভ্যানচালক রফিকুজ্জামান বলেন, ‘একটু শান্তি পাচ্ছি। আমরা গরিব মানুষ জিনিসপাতির দাম কমলে আমাদের অনেক উপকার হয়।’

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘এক সপ্তাহ থেকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। আমরা এসব সবজি বিরামপুর থেকে পাইকারি দরে কিনে আনি।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়